পশ্চিমবঙ্গ

west bengal

বড়দিন উপলক্ষে শান্তিনিকেতনে উদযাপিত হল খ্রীস্টোৎসব

ETV Bharat / videos

বড়দিন উপলক্ষে শান্তিনিকেতন রঙিন, উপাসনা গৃহে ঐতিহ্যের অনুষ্ঠান - বড়দিন উপলক্ষে উপাসনা গৃহে আলোকসজ্জা

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 10:35 PM IST

Visva Bharati: বড়দিন উপলক্ষে উপাসনা গৃহে আলোকসজ্জা ও গানে গানে যীশুর জন্মদিন উদযাপিত হল ৷ প্রথা অনুযায়ী শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বড়দিন পালিত হয় মহা সমারহে। যা আসলে পৌষ উৎসবের অঙ্গ ৷ নিপীড়িতদের পাশে দাঁড়িয়ে লড়াই করা প্রভু যীশুর প্রতি শ্রদ্ধা জানাতে শান্তিনিকেতনের ব্রহ্ম উপাসনার পীঠস্থানে উদযাপিত হয় বড়দিন । শীতের কনকনে হাওয়া উপেক্ষা করে সারা দেশের নানা পথ এসে মিলে যায় শান্তিনিকেতনে ৷ এক মনমুগ্ধকর পরিবেশ তৈরি হয় গোটা শান্তিনিকেতন জুড়ে। তিন দিন ব্যাপী পৌষ উৎসবের শেষে আনন্দের বড়দিন উৎসব । শীতের সন্ধ্যায় শান্তিনিকেতনের মন্দিরে জ্বলে আলোর রোশনাই । উপাসনাগৃহের আলো ও আলপনায় ভরে যায় ৷ আবাসিকদের সঙ্গীত পরিবেশনে ভরে ওঠে কবিগুরুর স্বাদের শান্তিনিকেতন । সোমবার বড়দিনে শান্তিনিকেতন ছিল একইভাবে আলোকিত ছিল। অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক-সহ অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, আশ্রমিক, প্রাক্তনীরা ৷ বিশ্বভারতীতে বড়দিন এভাবেই পালিত হয়ে আসছে । এবারের অংশ নিতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও ৷ এদিন সন্ধ্যার ভিড়ে ভরে যায় উপসনা প্রাঙ্গন ৷ 

ABOUT THE AUTHOR

...view details