বিশ্বকাপ আসুক ভারতেই, জোর প্রার্থনা ক্রিকেটপ্রেমীদের, চলছে হোম-যজ্ঞ - Team India
Published : Nov 19, 2023, 1:51 PM IST
আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ চলতি বিশ্বকাপে অপরাজিত টিম ইন্ডিয়ার মুখোমুখি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ দলের পারফরম্যান্স ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিতের টিম ইন্ডিয়া। তাঁদের পাশে রয়েছে 140 কোটি ভারতীয় ৷ সারাদেশ মেতে উঠেছে ক্রিকেট উৎসব উদযাপনে ৷ সকাল হতে না হতেই দক্ষিণ দমদমের মাঠকলে বিরাট কোহলি ফ্যান ক্লাব নেমে পড়েছে যাগযজ্ঞে। এলাকার আট থেকে আশি সামিল হয়েছে বিরাট কোহলি ফ্যান ক্লাবে। সারাদিন ধরে চলবে হোম-যজ্ঞ ৷ পাশাপাশি খাওয়া দাওয়া ও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থাও করা হয়েছে ৷ অন্যদিকে, ভারতীয় টিমের জন্য মহাযজ্ঞের ছবি ধরা পড়েছে দুর্গাপুরেও ৷ শহরের বিভিন্ন এলাকায় ইন্ডিয়া টিমের সাফল্যের প্রার্থনায় চলছে মহাযজ্ঞের আয়োজন। দুর্গাপুরের সগড়ভাঙ্গায় ক্লাব আ্যম্বিসেনের সদস্যরা সকাল থেকেই যাগ-যজ্ঞ সহকারে ভারতীয় দলের সাফল্যের প্রার্থনায় মত্ত হয়ে উঠেছেন। অনেকেই ভারতীয় দলের খেলোয়াড়দের মত ইন্ডিয়া নামাঙ্কিত জার্সি পরে হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। দুর্গাপুরের বি-জোন ডেভিড হেয়ার কালীমন্দির, নিউটন, এ-জোন শিবাজী রোড, বেনাচিতির বেশ কিছু ক্লাবেও ভারতীয় টিমের সাফল্য প্রার্থনায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে ৷ ক্রিকেটপ্রেমী আশীষ কেশ বলেন, "আজ 140 কোটি দেশবাসীর এক যোগে প্রার্থনা ভারত তৃতীয়বারের জন্য ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পাক। অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে ভারতীয় খেলোয়াড়রা প্রমাণ করে দিক, বিশ্ব ক্রিকেটে এখন আমাদের দেশ সেরা।"