Virat Kohli: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন - ইডেন গার্ডেন্স
Published : Nov 5, 2023, 4:03 PM IST
গার্লফ্রেন্ডের থেকেও বেশি প্রিয় বিরাট কোহলি ৷ এমনই এক ক্রিকেট ভক্ত থুড়ি বিরাট ভক্তকে দেখা গেল রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে ৷ বিরাটের জন্য নাকি বান্ধবীকে ছেড়েছেন রাণাঘাটের জিৎ নাথ ৷ বিরাট কোহলির জন্মদিনে ইডেনে গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখতে এসেছেন বন্ধুদের সঙ্গে ৷ আর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা, "যে কোনও একটা বেছে নাও ৷ হয় বান্ধবী, নয় তো বিরাট কোহলি ৷ আমি বিরাট কোহলিকে বেছে নিয়েছি ৷" এমনই আবেগ বিরাট কোহলিকে নিয়ে ৷ তবে, জিৎ নাথ ক্রিকেট খেলার প্রেমে পড়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে দেখে ৷
বিরাটের জন্মদিনে, তাঁকে নিয়ে এমন নানান ছবি উঠে এল ইডেন গার্ডেন্সে ৷ এ দিন ময়দানে রাস্তায় ধারে বিরাটের 48টি সেঞ্চুরির সেলিব্রেশনের ছবির কাটআউট দিয়ে সাজানো হয় ৷ উল্লেখ্য, এই ইডেন গার্ডেন্সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে তথা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি ৷ সেদিন তাঁর সঙ্গে উলটোদিকে ছিলেন গৌতম গম্ভীর ৷