পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dengue Death: ডেঙ্গিতে বধূর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ পরিবারের - চিকিৎসায় গাফিলতিতে নাগেরবাজারের নার্সিংহোমেবিক্ষোভ

By

Published : Nov 6, 2022, 9:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বধূর (Dengue Death)৷ নার্সিংহোমের পক্ষ থেকে বলা হচ্ছে লিভার ফেলিওর হয়ে মৃত্যু ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রবিবার নাগেরবাজার বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখাল মৃত বধূর পরিবার (Family of Dead Person Protest at Nursing Home)। যদিও ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার কথা হাসপাতাল মেনে নিলেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি । খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় ৷ 3 নভেম্বর দক্ষিণ দমদম পৌরসভার 22 নং ওয়ার্ডের তেলিপুকুরের বাসিন্দা শিল্পী সাহা (54) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি হন । গত দু'দিন তাঁর চিকিৎসা চলার পর আজ হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন । দুপুর বারোটা নাগাদ হৃদযন্ত্র বিকল হওয়াতেই মৃত্যু হয় বলে দাবি হাসপাতালের ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

For All Latest Updates

TAGGED:

Dengue Death

ABOUT THE AUTHOR

...view details