Google Maps: গুগল ম্যাপ দেখে রাস্তা খুঁজতে গিয়ে বন্যায় ভাসল গাড়ি, উদ্ধার করল দমকল - উদ্ধার করল দমকল
তামিলনাড়ুর (Tamil Nadu) হোসুরে গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে বিপদে পড়লেন একটি পরিবার ৷ ম্যাপ সোজা তাদের নিয়ে চলে গেল বন্যা কবলিত এলাকায় ৷ এরপরই গাড়ি সমেত সেখানে আটকে যায় পরিবারটি (Family drove into flood waters following google maps) । তাদের নিরাপদে উদ্ধার করেন দমকলের কর্মীরা । হোসুর এবং কৃষ্ণগিরির বেশিরভাগ অংশে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে । এ কারণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং অনেক জায়গায় ঘরবাড়ি তলিয়ে গিয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST