পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Senior Citizen Death: দুর্গাপুরে প্রৌঢ়ের মৃত্যুতে উৎসব, তাসা-ব্যান্ড পার্টি বাজিয়ে সৎকারের আয়োজন - শবদেহের সঙ্গে তাসা ব্যান্ড পার্টি

By

Published : Jan 8, 2023, 3:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

কথায় বলে মরেও শান্তি নেই ৷ দুর্গাপুরের ডিভিসি মোড়ের বাসিন্দা গণেশ পাসওয়ানের মৃত্যু যেন ঠিক সেটাই প্রমাণ করল ৷ শোক নয়, 70 বছর বয়সি প্রৌঢ়ের মৃত্যুতে আনন্দিত পরিবারের সদস্যরা (Family takes out procession of senior citizen dead body in Durgapur Paschim Bardhaman) ৷ গণেশ পাসওয়ানের শবদেহের সঙ্গে তাসা ব্যান্ড পার্টি বাজিয়ে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে সৎকার করতে নিয়ে যাওয়া হল । শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি ৷ তবে তাঁর মৃত্যুতে শোক নেই কেন ? এ প্রসঙ্গে তাঁর ছেলে জানান, বাবা আর কোনও দিন ফিরে আসবেন না ৷ তাঁর শেষ বিদায়কে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details