Fake Police Officer Arrested: ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধর, গ্রেফতার অভিযুক্ত - Fake Police Officer Arrested
নিউ ফরাক্কা স্টেশনে ভুয়ো পুলিশ অফিসারের পরিচয় দিয়ে সিভিক ভলান্টিয়ারকে মারধরেরর অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ মঙ্গলবার আসানসোলের অন্ডাল থেকে গ্রেফতার করে অভিযুক্তকে ফারাক্কায় নিয়ে আসা হয়েছে ওই ব্যক্তিকে ৷ ধৃতের নাম আশু শেখ ৷ সে ফরাক্কা থানার বেওয়া অঞ্চলের বাসিন্দা ৷ বুধবারই সিভিক ভলান্টিয়ারকে মারধর কাণ্ডে অভিযুক্ত ওই ব্যক্তিকে জঙ্গিপুর মহুকুমা আদালতে পাঠায় জিআরপি । উল্লেখ্য, গত সোমবার নিউ ফরাক্কা স্টেশনে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করে ট্রেন ধরতে আসা এক যাত্রী । নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে কিল-চড়- ঘুষি দিয়ে কার্যত নিগ্রহ করা হয় সিভিক ভলান্টিয়ারকে । ঘটনার ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে । বিষয়টি নিয়ে নিউ ফরাক্কা জিআরপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত সিভিক ভলেনটিয়ার রবীন্দ্রনাথ চৌধুরী । শুরু হয় তদন্ত । এরপরই মঙ্গলবার রাতে আসানসোলের অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ফরাক্কার বাসিন্দা আশু শেখকে।