Extramarital Affairs: পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র - স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতে নাতে পাকড়াও
পাঁচ বছর ধরে স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক(Extramarital Affairs) ৷ শুক্রবার হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী ৷ পরকীয়ায় বাধা পেয়ে অগ্নিশর্মা স্বামী চড়াও হন স্ত্রী উপর ৷ শুক্রবার দুর্গাপুরের ধোবিঘাট এলাকার ঘটনা ৷ প্রতিবাদে সরব হন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের সাহায়তায় রক্ষা পান স্ত্রী ৷ খবর দেওয়া হয় পুলিশকে, দুর্গাপুর থানার পুলিশ আসার আগেই একে একে স্থানীয়দের জড়ো হতে দেখে অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় ওই মহিলার স্বামী ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST