Abhishek Contai Rally: বিশেষভাবে সক্ষমদের যেন অসুবিধা যাতে না হয়, অভিষেকের সভা নিয়ে মন্তব্য দিব্যেন্দুর - Suvendu Adhikari
আদালতের নির্দেশ মেনে এদিন কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের 100 মিটারের মধ্যে এই জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ তাই আদালতের নির্দেশ মেনে সভার আয়োজন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে মহকুমা দফতরের তরফে এক আধিকারিককে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে (Executive Magistrate of Sub-Divisional Office Visited Place of Abhishek Banerjee Contai Rally) ৷ তিনি সভাস্থলে এবং বিরোধী দলনেতার বাড়ির আশেপাশে শব্দবিধি মেনে সব আয়োজন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখেন ৷ এই জনসভা নিয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari) বলেন, ‘‘আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস ৷ আশা করব তাঁদের অসুবিধা হবে না ৷’’
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST