Manomay Bhattacharya interview: বাদামকাকুরা বেশিদিন স্থায়ী হন না ! কী বললেন মনোময়
গানের জগতে হঠাৎ ভাইরাল হওয়া শিল্পীদের নিয়ে ইটিভি ভারতের ক্যামেরার সামনে মুখ খুললেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য (Manomay Bhattacharya interview)৷ তাঁর কথায়, বিভিন্ন রিয়্যালিটি শো বা ভাইরাল হওয়া গানের মাধ্যমে যাঁরা সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত হচ্ছেন, তাঁদের 10-12 বছর রেওয়াজটা করে যেতে হবে ৷ সঙ্গীত জগতে দীর্ঘদিন টিকে থাকতে হলে, শ্রোতাদের হৃদয় জয় করতে হলে অনুশীলন প্রয়োজন । সম্প্রতি গোটা দেশে জনপ্রিয় হয়েছেন বাদামকাকু ৷ তাঁর কাঁচা বাদাম গানের তালে কোমর দুলিয়েছেন দেশের নানা প্রান্তের তারকারা ৷ ভাইরাল হওয়া এমন ভিডিয়ো থেকে গায়ক হওয়ার প্রসঙ্গে প্রশ্ন করতেই হেসে মনোময়ের জবাব, "কী বলব বলুন তো ? একসময়ে আকাশবাণি, রেকর্ড, ক্যাসেট, সিডিতে গান গাইলে তবে গান হিট হত আর আজ ? তবে এই হিট বেশিক্ষণ স্থায়ী হয় না ।" রবিবার দুর্গাপুরে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনোময় ৷ তাঁর গানের (Manomay Bhattacharya song) জাদুতে মাতোয়ারা হন শ্রোতারা ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST