John Bhattacharya: এখনও প্রোপোজ করিনি কাউকে, প্রস্তাব পেয়েছি অনেক: জন ভট্টাচার্য - জন ভট্টাচার্য
দর্শক দরবারে হাজির নতুন ওয়েব ফিল্ম 'অন্য ভ্যালেন্টাইন'। এই ছবিতে নায়কের ভূমিকায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য (John Bhattacharya)। 'গোলন্দাজ' ছবিতেও এক স্বনামধন্য ফুটবলারের চরিত্রে অভিনয় করেছেন জন (John Bhattacharya interview)। 'মিঠাই' ধারাবাহিকে ছিল নেগেটিভ রোল । সাম্প্রতিক কাজ 'অন্য ভ্যালেন্টাইন' এবং অন্যান্য আরও নানা গল্প নিয়ে জন আড্ডা দিলেন ইটিভি ভারতের সঙ্গে ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST