পশ্চিমবঙ্গ

west bengal

টেডি ডে

ETV Bharat / videos

Teddy Day 2023: জীবন ভরে উঠুক ভালোবাসায় ! টেডির আড়ালে আলিঙ্গনবদ্ধ হন আপনিও - ইটিভি ভারতের টেডি ডে বিশেষ প্রতিবেদন

By

Published : Feb 10, 2023, 6:20 AM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

আর মাত্র ক'দিন পরই ভ্যালেন্টাইনস ডে (Valentines Day)৷ তবে এর মানে এমন নয় যে সঙ্গীর প্রতি ভালোবাসা জানাতে আপনাকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়ে গিয়েছে 7 ফেব্রুয়ারি থেকে ৷ আর সেই থেকেই দিন অনুযায়ী উপহার দিয়ে প্রিয়জনকে ভালোবাসার বার্তা পাঠানো শুরু হয়েছে ৷ আজ শুক্রবার এই ভ্যালেন্টাইনস সপ্তাহের চতুর্থ দিন, যা টেডি ডে (Teddy Day) হিসেবে পালিত হয় ৷ এই দিনে ভালোবাসা ও রোমান্স বোঝানোর জন্য পরস্পরকে টেডি বিয়ার উপহার দেয় ৷ ভালোবাসার একটি আদর্শ রোমান্টিক পরিবেশ তৈরি করে ৷ এটি সঙ্গীকে দেওয়ার জন্য বাকি উপহারগুলির মধ্যে অন্যতম ৷ একটি টেডির সঙ্গে সুন্দর বার্তা লিখেও পাঠাতে পারেন আপনি ৷ আর এদিনও যদি সঙ্গীকে জানাতে চান আপনি তাঁকে ভালোবাসেন বা মিস করেন বা তিনি আপনার কাছে বিশেষ কেউ তাহলে আই লাভ ইউ বা আই মিস ইউ বা সামওয়ান স্পেশাল লেখা টেডিও দিতে পারেন ৷ তাই আজ প্রিয় মানুষটিকে মনের কথা জানাতে সেই মতো টেডি বেছে নেওয়ার দিন (ETV Bharat Teddy Day Special Report)৷  

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details