Naxalbari Elephant: নকশালবাড়িতে প্রায় 40টি হাতির তাণ্ডব - elephants entered in naaxalbari
রাতভর প্রায় চল্লিশটি হাতির দল তাণ্ডব চালালো শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের লালিজোতে (Elephants Enters Naxalbari Locality) । নষ্ট হয়েছে কয়েক বিঘা ধানের জমি । জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নকশালবাড়ির লালিজোতে রসদের সন্ধানে লোকালয়ে ঢুকে জমির ধান খেতে শুরু করে হাতির দলটি । হাতির দলকে তাড়াতে লাইট ও পটকা ফাটান গ্রামবাসীরা । খবর পেয়ে টুকরিয়াঝাড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যায় । বেশ কিছুক্ষণের চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বন বিভাগের কর্মীরা। কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল ওই হাতির দল ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST