পশ্চিমবঙ্গ

west bengal

প্রতীকী ছবি

ETV Bharat / videos

Elephant Viral Video: চিপস, পপকর্ন, বিস্কুট দিয়ে প্রাত:রাশ গজরাজের ! দেখুন ভাইরাল ভিডিয়ো - গজরাজ

By

Published : Aug 21, 2023, 2:50 PM IST

মাঝ রাস্তায় হাতির হানা ৷ স্কুটার ফেলে কোনওরকমে পালিয়ে বাঁচলেন চালক ৷ তাতে অবশ্য় গজরাজ চিন্তিত নয় ৷ স্কুটার আরোহীর পড়ে যাওয়া চিপস, পপকর্ন,বিস্কুট মনের সুখে খাচ্ছে থুড়ি প্রাত:রাশ সারলেন গজরাজ । এইরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ জানা যায় ভিডিয়োটি ডুয়ার্সের রানীচেড়া চাবাগান এলাকার । 

ভাইরাল ভিডিয়ো দেখা গিয়েছে, ভুট্টাবাড়ির জঙ্গলের দিকে যাওয়ার সময় হাতিটির সামনে পড়েন ওই স্কুটার আরোহী । গজরাজের ক্ষমতার কাছে নতি স্বীকার করে প্রাণ বাঁচাতে কোনও রকমে স্কুটার ফেলে পালান তিনি । এদিকে স্কুটার উলটে ব্যাগ থেকে চিপস ও স্ন্যাকস জাতীয় খাবার রাস্তায় পড়ে গিয়ে বিপত্তি ৷ মনের আনন্দে সেইসমস্ত খাবারে স্বাদ নিতে ব্যস্ত গজরাজ ৷ 

এদিকে জরুরীকালীন ব্রেক কষে হাতির প্রাণ বাঁচালেন ট্রেনের দুই চালক। রবিবার বিকেলে ডুয়ার্সের চাপরামারি জঙ্গলের বুক চিরে যাওয়া চালসা- নাগরাকাটা রেললাইন দিয়ে একটি আপ কন্টেনার ট্রেন যাচ্ছিল । ট্রেনের লোকো পাইলট ডি সিং ও অ্যাসিট্যান্ট লোকো পাইলট পি দাস হঠাৎই একটি মাকনা হাতিকে রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেন । সঙ্গে সঙ্গে তাঁরা জরুরিকালীন ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন । হাতি লাইন পেরিয়ে একদিকের জঙ্গল থেকে অন্যপাশের জঙ্গলে যাওয়ার পরই তাঁরা গন্তব্যে রওনা দেন । এই নিয়ে গত আটদিনে তিনবার এই ধরনের ঘটনা ঘটল ৷ 

ABOUT THE AUTHOR

...view details