পশ্চিমবঙ্গ

west bengal

অমাবস্যার রাতে চলছে কালীপুজো হঠাৎ হাজির গজরাজ

ETV Bharat / videos

Elephant Enters Locality: অমাবস্যার রাতে কালীপুজোয় হঠাৎ হাজির গজরাজ! তারপর... - কালীপুজোয় হঠাৎ হাজির গজরাজ

By

Published : Apr 20, 2023, 8:16 AM IST

মায়ের পুজোয় উপস্থিত গজরাজ। কালীপুজোর অনুষ্ঠানে উপস্থিত পূর্ণবয়স্ক হাতি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে। সব সবজি দিয়ে তরকারি রান্নার গন্ধে জঙ্গল থেকে সোজা পুজোর প্যান্ডেলে হাজির গজরাজ। তবে জোটেনি খাবার। উলটে প্যান্ডেল ভেঙে ফের জঙ্গলে ফিরেছে সে। বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার কেষ্টপুরের এলাকায় গৌতম মল্লিকের বাৎসরিক কালীপুজোর অনুষ্ঠানে। আর সেই পুজোতেই হাজির হয় স্বয়ং গজরাজ। তবে তার হানায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

গজরাজকে দেখতে পেয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অনেকেই হাতির লোকালয় দাপানোর ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন ৷​ হাতির আগমনে এলাকাবাসীর চিৎকারে দাঁতালটি এদিন চা বাগানের রাস্তা দিয়ে সোজা জঙ্গলের দিকে ফিরে যায়। প্রসঙ্গত, গতকাল সকালে দু'টি বাড়িতে খাবারের খোঁজে ভাংচুর চালায় ওই হাতিটি। তারমধ্যে রয়েছে একজন বনকর্মীর বাড়িও। এই বিষয়ে বাগডোগরার রেঞ্জার সমীরণ রাজ বলেন, "হাতিটি খাবারের খোঁজে টুকুরিয়াঝাড় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। তবে নিজেই জঙ্গলে ফিরে যায়। মূলত খিদের জ্বালায় তাই লোকালয়ে হানা দিয়েছে হাতিটি ৷ বর্তমানে বনবিভাগ ওই হাতিটি যাতে আর লোকালয়ে না-ঢুকে পড়ে সেদিকে নজর রাখছে।"

ABOUT THE AUTHOR

...view details