পশ্চিমবঙ্গ

west bengal

প্রতীকী ছবি

ETV Bharat / videos

Elephant Attack: রিসর্টে ঢুকে পর্যটকের গাড়ি উলটে দিল গজরাজ, দেখুন ভিডিয়ো - বেসরকারি রিসর্ট

By

Published : Jul 17, 2023, 2:10 PM IST

Updated : Jul 17, 2023, 2:19 PM IST

রিসর্টে ঢুকে প্রথমে কাঁঠাল খেয়ে তারপর পর্যটকের গাড়ির উপর হামলা চালাল গজরাজ ৷ ডুয়ার্সের লাটাগুড়ির নেওড়া মোড় সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে এই ঘটনাটি ঘটেছে ৷ সোমবার ভোরে একটি বুনো হাতি ঢুকে পড়ে রিসর্টে ৷ স্বভাবতই হাতির হানার আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। জানা গিয়েছে, লাটাগুড়ির জঙ্গল থেকে বুনো হাতিটি বেরিয়ে ওই বেসরকারি রিসর্টে ঢুকে যায়। 

হাতি দেখে রিসর্টে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে চেঁচামিটি শুরু করেন ৷ তাতেও অবশ্য দমে যায়নি গজরাজ ৷ উলটে রেগে গিয়ে রিসর্টে মধ্যে থাকা একটি কাঁঠাল গাছ থেকে কাঠাঁল খেয়ে আরও ভিতরে চলে আসে ৷ পার্কিংয়ে থাকা একটি পর্যটকের গাড়িও উলটে দেয় ৷ যা দেখে আরও আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা ৷ গজরাজকে বাগে আনতে খবর দেওয়া হয় লাটাগুড়ির বনকর্মীদের ৷ তবে তারা আসার আগেই গজরাজ রিসর্ট ছেড়ে চলে যায়৷ 

প্রসঙ্গত, জঙ্গল সংলগ্ন রিসর্টে হাতির আনা গোনা লেগেই থাকে ৷ বিশেষত, লাটাগুড়ি, মুর্তি-সহ বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ প্রায় নিত্যদিনের ঘটনা । তবে লাটাগুড়িতে হাতির হানায় পর্যটকদের গাড়ি উলটে ফেলার ঘটনা এই প্রথম বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা । চোখের সামনে হাতিকে নিজের গাড়ি উলটে দিতে দেখে আতঙ্কিত চ্যারাবান্ধা বাইপাস থেকে লাটাগুড়ি ঘুরতে আসা পর্যটকরা।

Last Updated : Jul 17, 2023, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details