পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Paresh Adhikary: সকাল থেকে সন্ধে পরেশ অধিকারী ও তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ ইডি'র - ed interrogates paresh adhikary

By

Published : Nov 11, 2022, 10:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:32 PM IST

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (WB teacher recruitment scam) রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary) ও তাঁর মেয়ে অঙ্কিতাকে শুক্রবার ফের জিজ্ঞাসাবাদ করে ইডি (ED) ৷ এদিন সকাল এগারোটা নাগাদ সল্টলেকে ইডি দফতরে আসেন তাঁরা ৷ সন্ধে সাড়ে 7টা নাগাদ সেখান থেকে বের হন তাঁরা ৷ পরেশ অধিকারী জানিয়েছেন, বাড়ি থেকে যেসব কাগজপত্র ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছিল তা তাদের দেখানো হয় ৷ প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, সে বিষয়ে এদিন ইডি কোনও প্রশ্ন করেনি বলেই দাবি পরেশ অধিকারীর ৷ এদিন জিজ্ঞাসাবাদ শেষে গাড়িতে ওঠার সময় হাসিমুখে দেখা গিয়েছে অঙ্কিতা অধিকারীকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details