পশ্চিমবঙ্গ

west bengal

মাইথন ও পাঞ্চেত জলাধার

ETV Bharat / videos

Maithon and Panchet Dams: মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়ল ডিভিসি - মাইথন জলাধার

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 1:29 PM IST

দু’দিন ধরে টানা বর্ষণের জেরে এবার জল ছাড়া শুরু করল ডিভিসি । সোমবার সকাল থেকে 1 লক্ষ কিউসেক হারে জল ছাড়া শুরু করেছে ডিভিসি । পাঞ্চেত এবং মাইথন এই দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে । জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি ৷ 
গত শুক্রবার সন্ধ্যের পর থেকেই টানা বর্ষণ শুরু হয়েছিল । ঝাড়খণ্ড এলাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে ৷ প্রচুর পরিমাণে জল জমা হয়েছিল পাঞ্চেত এবং মাইথন জলাধারে ৷ জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যেতেই সোমবার সকাল থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি ।  ডিভিসি, এক্সিকিউটিভ ডিরেক্টর অঞ্জনী কুমার দুবে জানান, রবিবার বিকাল পর্যন্ত মাইথনে 487.52 ফুট এবং পাঞ্চেতে 413.60 ফুট জলস্তর রয়েছে ৷  ইতিমধ্যে বৃষ্টির জেরে 15 ফুট জল বেড়েছে দুই জলাধারে ৷ পরিস্থিতি সামাল দিতে মাইথন জলাধার থেকে 45 হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে 55 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে । দু’টি জলাধার মিলিয়ে মোট একলক্ষ কিউসেক জল ছাড়ছে ডিভিসি ৷ যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তো আরও জল ছাড়া হতে পারে । বন্যার সতর্কতা এখনও পর্যন্ত ডিভিসির পক্ষ থেকে দেওয়া হয়নি । কারণ এই জল গিয়ে জমা হবে দুর্গাপুর ব্যারেজে । দুর্গাপুর ব্যারেজ থেকেই চূড়ান্ত জল ছাড়া হবে। সেই জল ছাড়ার পরিমাপ দেখেই বোঝা যাবে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কি না । 

ABOUT THE AUTHOR

...view details