Kali Puja 2022: সিত্রাং-কে উপেক্ষা করেই ঐতিহ্য মেনে দত্ত বাড়িতে উড়ল ফানুস - দত্ত বাড়িতে সাড়ম্বরে পালিত হল ফানুস উৎসব
প্রতিবারের মতো এবারেও দত্ত বাড়িতে সাড়ম্বরে পালিত হল ফানুস উৎসব (Fanush Festival)। এ বছর তাঁদের এই উৎসব 98 বছরের ৷ 1925 সাল থেকে পরম্পরায় মেনে চলে আসা এই উৎসব হার মানল না ঘূর্ণিঝড়েও। বৃষ্টিকে মাথায় নিয়ে পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতেই পালিত হল কালীপুজোর দুপুরের মহাউৎসব। তবে এবারে দত্ত বাড়ির ফানুস উৎসবের উল্লেখযোগ্য ছিল, 24 ফুটের লম্বা ও 35 ফুটের বৃত্তাকারের ফানুস (Fanush Festival in Kali Puja 2022)।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST