পশ্চিমবঙ্গ

west bengal

দশেরা উৎসবে মেতে ওঠে মালদাবাসী

ETV Bharat / videos

Dussehra 2023: মালদা শহরে রাবণ বধ অনুষ্ঠানে জনসাধারণের ভিড় - দশেরা উৎসব

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 10:44 PM IST

কালিতলা ক্লাবের উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হয়েছিল দশেরা বা রাবণ বধ অনুষ্ঠান ৷ মালদা শহরের বাসিন্দা হরষিত আগরওয়ালা ও রাজদীপ সাহা রাম ও লক্ষ্মণ সেজে প্রথমে সারা মাঠ ঘুরে দর্শকদের থেকে অনুমতি নেন ৷ পরে আতসবাজির তির ছুঁড়ে রাবণ বধ করেন ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতীন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক জামিল ফাতেমা জেবা, রাজ্য সভার সাংসদ মৌসম নূর, রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি-সহ অন্যান্য কাউন্সিলররা ৷ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি বলেন, "গত 26 বছর ধরে আমরা এই উৎসব পালন করে আসছি ৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এবারও প্রতীকী রাম ও লক্ষ্মণ, রাবণ-সহ কুম্ভকর্ণ ও মেঘনাথ বধ করলেন ৷ পাশাপাশি আমরা মালদাবাসীর কাছে আতসবাজি প্রদর্শনী তুলে ধরেছি ৷ এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে দমকল, ইংরেজবাজার থানার পুলিশ, মেডিকেল ক্যাম্প-সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ৷" রাবণ বধ অনুষ্ঠান দেখতে জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

ABOUT THE AUTHOR

...view details