পশ্চিমবঙ্গ

west bengal

বিদেশের মাটিতে বাঙালি মহিলা পুরোহিতের হাতে ধুমধাম করে হল দুর্গাপুজো

ETV Bharat / videos

Durga Puja 2023: ডাচদের দেশে উমাবন্দনা, মহিলা পুরোহিতের হাতেই পুজোয় মাতল আলমেয়ার - বিদেশের মাটিতে বাঙালি মহিলা

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 8:34 PM IST

রাজ্য, দেশের বিভিন্ন প্রান্ত মেতে উঠেছিল দেবীবন্দনায় ৷ শুধু এদেশই নয়, উমার আরাধনায় মেতেছিলেন প্রবাসীরাও ৷ ধুমধাম করে পুজো মিটল বিদেশের মাটিতেও । সমস্ত রীতি মেনে পুজো হল নেদারল্যান্ডসের আলমেয়ারে । আমস্টারডাম থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত আলমেয়ার । সবুজে ভরা ওই শহরেই এবছর হল দেবীবন্দনা । প্রথম বছরে পুজো করল আলমেয়ারের দুর্গাপুজো কমিটি । এই কমিটির সভাপতি অভিজিৎ মণ্ডল ও অন্যান্য সদস্যরা সুন্দরবন থেকে হাতের কাজ নিয়ে এসে তাঁরা সাজিয়ে তোলেন পুজো মণ্ডপ । এছাড়াও কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল মহিলা পুরোহিত । ড. নন্দিনী ভৌমিকের সহকারি পুরোহিত লিলি বিশ্বাসের হাত দিয়ে হয় পুজো । তবে কলকাতা থেকে পুজোর সমস্ত সামগ্রী আনা হলেও ব্রাত্য থাকে পদ্ম । তাই লিলি ফুল দিয়েই চলে দেবী আরাধনা । ষষ্ঠী থেকে অষ্টমী নিয়ম মেনে পুজো করেন তাঁরা । শুধু নবমী এবং দশমী পালন করেন একদিনে । বিসর্জনেও রয়েছে বিশেষত্ব। ঘট বিসর্জনের মাধ্যমে তাঁরা দশমী পালন করেন। তারপর দেবী দুর্গাকে সেলোফিন দিয়ে মুড়ে ফেলা হয় । পরপর তিন বছর সেই মূর্তিতেই হবে পুজো ।

ABOUT THE AUTHOR

...view details