পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja 2022: ভিড় সামলাতে সপ্তমীর রাতেই লাইট শো বন্ধ ‘বুর্জ খালিফার’ - শারদোৎসব 2022

By

Published : Oct 3, 2022, 8:27 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

গতবছর শ্রীভূমির বুর্জ খালিফার লাইট শো বন্ধ করে দিয়েছিল প্রশাসন ( Durga PUja 2022)। এবছর একই ঘটনা ঘটেছে দুটি জায়গায়। কলকাতার সন্তোষ মিত্র স্ক্যোয়ার এবং উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার একটি পুজো মণ্ডপে। জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়ের জেরে সপ্তমীর রাতে গোবরডাঙ্গা মিলন সংঘের বুর্জ খালিফার লাইট শো বন্ধ করে দিল কর্তৃপক্ষ। এবার 70 তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। পূজা মণ্ডপ দুবাইয়ের বুর্জ খালিফার আদলে গড়ে তুলা হয়েছে। আকর্ষণ বাড়াতে চলছিল লাইট শো। ভিড় সামলাতেই বন্ধ করে দেওয়া হয় লাইট শো ৷ সেটি আবার চালু হবে কি না তা নিয়ে সংশয় আছে । প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন আয়োজকরা ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details