পশ্চিমবঙ্গ

west bengal

মায়ার বাঁধন

ETV Bharat / videos

Durga Puja 2023: আলোর ঝলকানিতে 'মায়ার বাঁধন' দেখতে উপচে পড়া ভিড় কে-সেক্টরের পুজোয় - Kalyanpur k sector celebrate Durga

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 2:27 PM IST

কল্যাণপুর কে-সেক্টরের দুর্গাপুজোয় এই বছরের থিম 'মায়ার বাঁধন' । বাঁশ, আয়না, কাপড়ের দিয়ে গড়ে তোলা হয়েছে মণ্ডপটি ৷ গোটা পুজোয় থিমের সঙ্গে রয়েছে অদ্ভুত আলোর ঝলকানি। সম্পূর্ণ মণ্ডপটিও আলোয় আলোকিতময় । মণ্ডপে ঢুকলেই দেখা যাবে একটি মডেল ৷ সেই মডেলটিকে একাধিক সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছে ।

পুজো উদ্যোক্তারা জানালেন আসলে ওই সুতোগুলি মায়া এবং মানুষ সেই মায়ার বন্ধনেই আটকে আছে। মন্ডপের ভেতরেও রয়েছে অদ্ভুত কারুকার্য। মন্ডপের সঙ্গে মানানসই প্রতিমা। এখানে মৃন্ময়ী প্রতিমার রূপও যেন ঠিকড়ে বেরিয়ে আসছে । এক কথায় আলোয় আলোকিত কল্যাণপুর কে- সেক্টরের এই দুর্গা পুজো চলতি বছরে শহরের মধ্যে বেশ নজর কেড়েছে । ইতিমধ্যেই বিশ্ব বাংলার পুরস্কার জুটেছে । কল্যানপুর কে-সেক্টরের অষ্টমীর সন্ধিক্ষণের পুজো শেষ হতেই ভিড় উপচে পড়েছে ৷ পুজো উদ্যোক্তা লোকনাথ পাল জানান, চলতি  37 বছরে পদার্পণ করল দুর্গা পুজো । তবে পুজো শুরুর  দিন থেকেই ভিড় ছিল নজর কাড়া ৷ থিমের কারণে এই পুজো এমনিতেই এগিয়ে থাকে ৷ এই বছর মায়ার বাঁধন থিমের মাধ্যমে প্রতিটি মানুষের মধ্যে সম্পর্কের যে বন্ধন তা তুলে ধরা হয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details