Durga Puja carnival: হাওড়া-উলুবেড়িয়ায় জমজমাট দুর্গাপুজো কার্নিভাল
Published : Oct 26, 2023, 9:00 PM IST
গঙ্গাপাড়ে আপার ফোরশোর রোডে বৃহস্পতিবার দ্বাদশীর দিনে এই রঙিন কার্নিভাল ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হাওড়ার দিকে গঙ্গার ধারে এই বছরও দ্বিতীয়বারের জন্য আয়োজিত হচ্ছে বিসর্জনের কার্নিভাল। এদিন দুপুরে হাওড়া স্টেশনের কাছে রেল মিউজিয়াম থেকে বিসর্জনের মিছিল শুরু হয় রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত। এর মাঝে একটি মঞ্চে ছিলেন অতিথি, জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্তারা। ওই অনুষ্ঠানের জন্য আপার ফোরশোর রোড সাজানো হয় আলো, ফুল, কাট-আউট দিয়ে। এরপরে ট্রাকে করে রামকৃষ্ণপুর ঘাটে প্রতিমা পৌঁছনোর পরে একে একে বিসর্জন দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রের খবর, হাওড়া সদর ও উলুবেড়িয়া মহকুমাতে দুটি পৃথক কার্নিভালের আয়োজন করা হয়। হাওড়া সদর মহকুমাতে 17টি পুজো কমিটি দুর্গা পুজোর কার্নিভ্যাল অংশগ্রহণ করে। অপর দিকে হাওড়া জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভা আয়োজিত এই পুজো কার্নিভালে মোট 16টি পুজো কমিটি অংশ নেয়।
এদিন বিকেলে উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে এই কার্নিভাল শুরু হয়। সেখান থেকে শুরু হয়ে ওডিশা ট্রাঙ্ক রোড দিয়ে গিয়ে উলুবেড়িয়া পুরাতন হাসপাতাল মাঠ এবং উলুবেড়িয়া কালীবাড়িতে গিয়ে শেষ হয়। উলুবেড়িয়ার এই কার্নিভালে উলুবেড়িয়ার 15টি এবং রানিহাটির একটি পুজো কমিটি অংশ নেয়। যদিও এদিন কার্নিভালকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন শহরবাসী।