Puja Carnival In Hooghly: অন্যান্য জেলার মতোই হুগলিতেও জমজমাট দুর্গাপুজোর কার্নিভাল - Puja Carnival In Hooghly
Published : Oct 26, 2023, 11:11 PM IST
বিভিন্ন জেলায় কলকাতার মতোই শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল ৷ আসানসোল, দুর্গাপুর, দক্ষিণ 24 পরগণার বিভিন্ন এলাকায় এবার আয়োজ করা হয়েছে কার্নিভালের ৷ কলকাতায় অনুষ্ঠান শুক্রবার ৷ তার আগেই শোভাযাত্রা ও নানান অনুষ্ঠানে নজর কাড়ছেন জেলার উদ্যোক্তরা ৷ ব্যতিক্রম নয় হুগলিও ৷ সবুজ পতাকা দেখিয়ে সূচনা হল হুগলি জেলার পুজোর কার্নিভালের । হুগলির কারবালা মোড় থেকে ঘড়ির মোড় হয়ে অন্নপূর্ণা ঘাট পর্যন্ত আয়োজন করা হল এই শোভাযাত্রার। হুগলি মোড়, খাদিনা মোড়-সহ চুঁচুড়ার বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে । 18টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিয়েছে । বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারাই । কার্নিভালে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, বিধায়ক অসীমা পাত্র, অরিন্দম গুঁইন,অসিত মজুমদার,করবী মান্না, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী-সহ বিশিষ্টরা । অগনিত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করেন । শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "দুর্গা পুজো আর শুধু বাংলায় সীমাবদ্ধ নেই । দেশ ছাড়িয়ে বিদেশেও বন্দিত । ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে । এখন মুখ্যমন্ত্রীর ইচ্ছায় কলকাতার মত জেলাতেও হচ্ছে কার্নিভাল ।"