Puja Carnival 2023: জমজমাট পুজো কার্নিভালে মাতল আসানসোলবাসী - জমজমাট পুজো কার্নিভালে মাতল আসানসোলের মানুষ
Published : Oct 26, 2023, 10:12 PM IST
প্রথমবার পুজো কার্নিভাল আসানসোলে। বিসর্জনের জন্য তৈরি এই বিশেষ শোভাযাত্রায় রীতিমতো মেতে উঠলেন আসানসোলের মানুষ। আসানসোল শহরের প্রাণকেন্দ্র বিএনআর মোড়ে তো বটেই এছাড়া পুরোনো জিটি রোডের উপরেও এই পুজো কার্নিভাল অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিনহা, মেয়র বিধান উপাধ্যায়, থেকে শুরু করে জেলাসভাধিপতি, পুলিশ কমিশনার, জেলা শাসক-সহ অন্যান্য অতিথিরা। আসানসোল শহরের 14টি পুজো এই কার্নিভালে অংশ নেয়। সুসজ্জিত ট্যাবলোতে প্রতিমা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ এছাড়া আয়োজন করা হয় নাচ গানেরও ৷ পুজো কমিটিগুলি তরফেই করা হয় এই সমস্ত আয়োজন ৷
অন্যদিকে, সরকারের তরফে ছিল নানান আয়োজন ৷ লোক গানের সঙ্গে ছিল নাচের অনুষ্ঠানও ৷ কার্নিভালকে আরও রঙিন করে তুলতে পুজো কমিটিগুলি আয়োজন করে পুরুলিয়ার ছৌ নাচ, বাঁকুড়ার রায়বেশে নৃত্য, আদিবাসী নৃত্যের ৷ সঙ্গে ছিল মহিলা ঢাকির দল। এছাড়াও ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুসজ্জিত বুলেটবাহিনী, শিখ সম্প্রদায়ের ভাঙরা নাচ, গুজরাতিদের ডান্ডিয়া নাচেরও আয়োজন ছিল উৎসবে । এককথায় যাকে বলে অনুষ্ঠান একেবারে জমজমাট। কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল এই কার্নিভালে। কার্নিভালে অংশগ্রহনকারী পুজোগুলির মধ্যেও ছিল প্রতিযোগিতার ব্যবস্থা ৷ তুলে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ।