Durga Puja 2023: কচিকাঁচাদের মন জিততে খড়গপুরে হাজির মোগলি! মণ্ডপের থিম 'জঙ্গল বুক'
Published : Oct 22, 2023, 7:01 PM IST
মোগলি এবার হাজির খড়গপুরে ৷ 47তম বর্ষে তালবাগিচা রথতলা পুজো কমিটির থিম 'জঙ্গল বুক' ৷ কচিকাঁচাদের টানতেই এবার তাদের এই ভাবনা ৷ জঙ্গল বুক হল, একটি বাচ্চার জঙ্গলের মধ্যে পশু, পাখি এবং হিংস্র জন্তু-জানোয়ারদের মধ্যে বেড়ে ওঠার কাহিনী । প্রধান চরিত্রের নাম মোগলি ৷ বাচ্চাদের মুখে মুখে ঘোরে এই নাম । আর সেই মোগলির কাহিনীর টানে জঙ্গল বুক দেখতে কে না চায় । তাই এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে এই জঙ্গলের কাহিনী তুলে ধরেছে খড়গপুর তালবাগিচার রথতলা পুজো কমিটি ৷
প্রায় 14 লক্ষ টাকা খরচে তৈরি এই থিমে ধরা দিয়েছে জঙ্গল বুকের খুঁটিনাটি ৷ পুজোর মঞ্চের বিভিন্ন জায়গায় ফেস্টুন ব্যানার টাঙানো হয়েছে । তাতে বাংলা, হিন্দি, তেলগু, তামিল, ইংরেজি, মালায়ালাম এবং উর্দু ভাষায় লেখা রয়েছে জঙ্গল বুক । এই মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছে বাচ্চা থেকে বড়রাও । দর্শকদের ভিড় তাঁদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল বলেই মনে করছেন উদ্যোক্তারা ।
এ বিষয়ে পুজো উদ্যোক্তা চঞ্চল কর ও কৌস্তভ ঘোষরা বলেন, "দিনের পর দিন গাছ কেটে ফেলায় গ্লোবাল ওয়ার্নিং বাড়ছে । বিশ্বজুড়ে বারবার ধরেই সতর্ক করা হচ্ছে জনমানবকে ৷ কিন্তু কেউই কথা শুনছে না । প্রত্যেকেই এখন অট্টালিকা তৈরি করতে ব্যস্ত । এই অবস্থায় আমরা এই জঙ্গল বুক তৈরি করে বিনোদন দেওয়ার চেষ্টা করছি ৷ যাতে মানুষ এসে কিছুটা হলেও তার বাচ্চাদের নিয়ে বিনোদনেরও আনন্দ করতে পারে । তাই আমাদের থিম জঙ্গল বুক ৷"