পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Durga Puja 2022: সংকটে পক্ষীকুল ! সচেতনতার বার্তা নিয়ে আসছে রায়গঞ্জের অরবিন্দ স্পোর্টিং ক্লাব - মোবাইল টাওয়ার

By

Published : Sep 5, 2022, 2:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

লোকালয়ে মোবাইল টাওয়ারের (Mobile Tower) বাড়বাড়ন্তের জেরে বাড়ছে 'রেডিয়েশন' বা ক্ষতিকারক বিভিন্ন রশ্মির প্রভাব ৷ যার জেরে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য ৷ বিপাকে পড়ছে পক্ষীকুল ৷ কমছে দোয়েল, কোয়েল, শ্যামা, ফিঙে, চড়ুই, বুলবুলি-সহ বিভিন্ন ধরনের পাখির সংখ্যা (Bird Population) ৷ তাই সময় থাকতেই এই বিষয়ে সচেতন হওয়া দরকার ৷ 67তম বর্ষে এই বার্তাই দিতে চাইছেন উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জের (Raiganj) কলেজপাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা ৷ পুজোর মণ্ডপ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে বাঁশ, বেতের মতো পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রী ৷ ক্লাবের সদস্য দুলাল বসাক জানালেন, তাঁদের এবারের পুজোমণ্ডপে (Durga Puja 2022) দেবী দুর্গাকে বৃক্ষ রূপে প্রতিষ্ঠা করা হবে ৷ যিনি পক্ষীকুলকে 'আশ্রয়' দিয়েছেন ৷ বস্তুত, এটাই এ বছরের পুজোর 'থিম' ৷ প্রতিমা তৈরি করছেন রায়গঞ্জ কুমোরটুলির প্রখ্যাত মৃৎশিল্পী ভানু পাল ৷ থাকছে নজরকাড়া আলোকসজ্জাও ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details