পশ্চিমবঙ্গ

west bengal

নদী ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে একের পর এক দোকান ঘর

ETV Bharat / videos

Matla River Erosion Problem: মাতলা নদী ভাঙনের জেরে তলিয়ে ঘর-বাড়ি, দেখুন ভিডিয়ো - ইকো ট্যুরিজম গেট

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 2:02 PM IST

সুন্দরবনের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র বাসন্তী ব্লকের ঝড়খালি। হেড়োভাঙা নদী লাগোয়া ঝড়খালির এই পর্যটন কেন্দ্রে শীতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু এবার শীত আসার আগে অবস্থাটা খানিকটা আলাদা। ঝড়খালি জেটি ঘাট সংলগ্ন মাতলা নদীতীর আচমকায় ধস নেমেছে ৷ রবিবার গভীর রাত থেকে শুরু হয়েছ নদী ভাঙন ৷ ভাঙনের জেরে তলিয়ে গিয়েছে ঝড়খালি ইকো ট্যুরিজম গেট। ক্ষতির মুখে পড়েছেন ঝড়খালির পর্যটন ব্যবসায়ীরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসনের আধিকারিকরা ।

প্রশাসনের তরফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ঝড়খালি জেটিঘাট সংলগ্ন ছোট ছোট দোকানদারদের । এই প্রসঙ্গে ব্যবসায়ী শুলি হালদার জানান, শীতের মরশুম শুরু হতে ঝড়খালি পর্যটন কেন্দ্রে পর্যটকদের আনাগোনা একটু বেড়েছে ৷ তার মধ্যে এই বিপর্যয়। নদী ভাঙনের জেরে দোকানঘর ভেঙ্গে গিয়েছে। কী খাব, কীভাবে সংসার চালাব? বুঝে উঠতে পারছি না। সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তার কথার রেশ টেনে আরও এক ব্য়বসায়ী জানান, এই এলাকায় তাঁর ভাতের হোটেল ছিল ৷ সেখান থেকেই সংসার চলত ৷ কিন্তু নদী ভাঙনের জেরে সেটাও তলিয়ে গিয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details