পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Elephant on Rail Track: রেলচালকের তৎপরতায় প্রাণ বাঁচল লাইনে দাঁড়িয়ে থাকা দাঁতালের - Driver saves Elephant on railway track

By

Published : Dec 1, 2022, 5:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর ঘটনা আকছারই শোনা যায় ৷ তবে এক্ষেত্রে চালকের তৎপরতায় প্রাণ বাঁচল গজরাজের। বৃহস্পতিবার 157868 ডাউন আলিপুরদুয়ার জংশন শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের ট্রেনের সামনে চলে আসে একটি বিশালাকার দাঁতাল । তড়িঘড়ি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন চালক (Driver stopped train on time to save elephant on railway track)। বৃহস্পতিবার আলিপুরদুয়ার ডিভিশনের আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যাওয়ার পথে চালক পঙ্কজ কর এবং সহকারি চালক সুজিত কুমার দাস লক্ষ্য করেন রেলওয়ে লাইনের 71 নং পিলারের চালসা- নাগরাকাটার এলাকায় একটি দাঁতাল দাঁড়িয়ে রয়েছে। তবে দুই চালকের প্রত্যুৎপন্নমতিত্বের জেরে এ যাত্রায় রক্ষা পায় গজরাজ ৷ 14 মিনিট সেখানে অপেক্ষার পর ট্রেনটি পুনরায় গন্তব্যে রওনা দেয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details