Drinking Water Crisis Due to Snowfall: লাহৌল স্পিতিতে তুষারপাতের জেরে পানীয় জলের সঙ্কট, জল আনতে পাড়ি 7 কিমি - তুষারপাত
তুষারপাত শুরু হতেই বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচলের বিস্তীর্ণ এলাকা (Snowfall in Himachal)। বরফে কার্যত অবরুদ্ধ লাহৌল স্পিতি (Lahaul Valley Snowfall) জেলার একাধিক রাস্তাঘাট। লাহৌল স্পিতিতে তুষারপাতের জেরে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে (Drinking Water Crisis in Lahaul Spiti) ৷ জলের খোঁজে এলাকাবাসীদের প্রায় 7 কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এই মরশুমে লাহৌল উপত্যকা 3 ফুট তুষারপাতে ঢেকেছে (Lahaul Spiti in Himachal) ৷ এলাকার সমস্ত রাস্তায় বর্তমানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ৷ লাহৌল স্পিতির জোবরাং পঞ্চায়েতের গ্রামগুলিতে পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে ৷ জলের পাইপ বরফে জমে যাওয়ায় এবং গ্রামবাসীরা সেখান থেকে 7 কিলোমিটার দূরে থাকা একটি ড্রেন থেকে পিঠে করে জল নিয়ে আসছেন। অন্যদিকে, প্রসাশনের তরফে রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে অবিরাম। পাশপাশি বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতেও কাজ করছেন কর্মীরা। শীঘ্রই সমস্ত রাস্তা থেকে বরফ সরানো হবে এবং বিদ্যুৎ পরিষেবাও স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে ৷ জানুয়ারির শেষ সপ্তাহে তুষারপাত আরও বেড়েছে, তাই এই সমস্যায় সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীরা ৷