পশ্চিমবঙ্গ

west bengal

প্রতীকী ছবি

ETV Bharat / videos

Drinking Water Pipeline Cracked: গার্ডেনরিচে পনীয় জলের পাইপ ফেটে বিপত্তি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা - drinking water crisis

By

Published : Jul 4, 2023, 6:17 PM IST

পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি মহেশতলায় ৷ এলাকা জলমগ্ন অথচ জল সংকটে স্থানীয়বাসিন্দারা ৷ মঙ্গলবার সকালে মহেশতলা সংলগ্ন জিঞ্জিরা বাজার এলাকায় কলকাতা পৌরসভার পরিশোধিত পানীয় জলের পাম্পিং স্টেশনের কাছেই একটি পাইপে ফাটল ধরা পড়ে ৷ তার জেরেই সমস্যায় পড়েছেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা ৷  

জানা গিয়েছে, প্রায় 900 মিলিমিটারের ওই পাইপের ফাটল ধীরে ধীরে বৃহদাকার হয়ে যায় নিমেষের মধ্যে । বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে । জল ঢুকে পড়ে নিকটবর্তী দোকান এবং বাড়িঘরগুলিতেও । পৌরসভার পাইপ ফেটে এই ভোগান্তির জেরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায় । অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী । গোটা ঘটনার জন্য পৌরসভার গাফিলতিকেই দুষছেন তাঁরা ।

পৌরসভার তরফে জানানো হয়েছে, জলের পাইপের ফাটলটি বেশ বড় ৷ তাই তা মেরামত করতে সময় লাগবে । মনে করা হচ্ছে, মঙ্গলবার বিকেল পেরিয়ে যাবে পাইপ মেরামত করতে । তবে এলকাবাসীর স্বার্থে দ্রুত পানীয় জলের পাইপ মেরামতির কাজ করা হচ্ছে ৷ পাইপ মেরামতির কাজ ঠিক হলেই জল সরবারহ স্বাভাবিক হবে ৷ 

ABOUT THE AUTHOR

...view details