Dilip Ghosh: রাজ্যবাসী শীতে, আর তৃণমূল কাঁপছে সিবিআইয়ের ভয়ে: দিলীপ - সিবিআই
শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ শহিদ দিবস-সহ একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি ৷ তাঁর কথায়, যারা শহিদ হল তাঁদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছেন। শহিদ তো সারা বাংলায় আগে হয়েছে। এখনও হচ্ছে। কোনও একটা দিবস রাজনীতির ইস্যু হয়ে যায়। এটা আগেও হত, এখনও হয়। এছাড়াও এদিন তিনি আবারও একবার শাসকদলকে কটাক্ষ করেন ৷ তিনি এদিন শাসকদলকে কটাক্ষ করে জানান, রাজ্যবাসী শীতে কাঁপছে, আর তৃণমূল কাঁপছে সিবিআইয়ের (CBI) ভয়ে ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST