পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh: ভিডিয়ো দেখা কি বোঝা যাচ্ছে বিহারে হয়েছে ! বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় মন্তব্য দিলীপের - বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া

By

Published : Jan 5, 2023, 9:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

মঙ্গলবার পাথর ছোড়া হয়েছিল হাওড়া থেকে নিউ-জলপাইগুড়ি স্টেশনগামী বন্দে ভারত এক্সপ্রেসে (stone pelted at Howrah NJP Vande Bharat) ৷ রেলের তরফে জানানো হয়েছে বিহারের মধ্যে থেকে যখন অতিক্রম করছিল ট্রেনটি সেসময় সেটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় ৷ এর ফলে ভেঙে যায় ট্রেনটির জানলা ও গেটের কাঁচ ৷ এই তথ্য সামনে আসার পর বিজেপির বিরুদ্ধে বাংলার নামে অপপ্রচারের অভিযোগ করেছে তৃণমূল ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, কেউ এখনও বলতে পারছে না এটা কোথায় হয়েছে ৷ সিসিটিভি দেখা সবটা বোঝা যায় না ৷ মালদাতেও তো হয়েছে ৷ ভিডিয়ো দেখা কী বোঝা যাচ্ছে, কোথাও কী বিহার লেখা রয়েছে ? (Dilip Ghosh on Vande Bharat)
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details