BJP Nabanna Abhijan: বিজেপিকে আটকাতে অন্য রাজ্য থেকে পুলিশ আনা হয়েছে নাকি প্রশ্ন দিলীপের - Dilip Ghosh
নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) যোগ দিতে নিউটাউনের বাড়ি থেকে রওনা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ গাড়িতে ওঠার আগে সব জায়গায় ব্যারিকেট করে মিছিল আটকানোর প্রসঙ্গে তিনি বলেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি পশ্চিমবাংলায় এত পুলিশে এল কোথা থেকে ! কয়লার গাড়ি, গরুর গাড়ি যাচ্ছে তখন পুলিশ দেখা যায় না ৷ পাড়ায় একটা অশান্তি হলে, বোম পড়লে থানায় ফোন করলে বলে ফোর্স নেই । যদি কেউ এফআইআর লেখাতে যায় তাও বলে পুলিশ নেই । আজকে বিজেপির প্রোগ্রাম আছে তাই এত পুলিশ কি ঝাড়খণ্ড, বিহার থেকে এসেছে ? তৃণমূল বলে আমরা মিটিং করলে বিহার বা ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসি । তাহলে কি আজকে বিজেপিকে ঠেকাতে টিএমসিকে ঝাড়খণ্ড বিহার থেকে পুলিশ নিয়ে আসতে হচ্ছে ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST