Dilip Ghosh : 'আমি না থাকলে তারা তো ভালই থাকবে', বললেন দিলীপ ; 'তারা' কারা ? - BJP leader Dilip Ghosh on his new venture
নতুন করে আটটি রাজ্যের দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার দিল্লি থেকে কলকাতায় ফিরলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh comments on his charge of eight states) ৷ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বাংলা থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অন্য রাজ্য পাঠানো হয়েছে ৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তাঁরা তো ভালই থাকবে তাহলে আমি না থাকলে ৷ শান্তিতে থাকুক, আনন্দে থাকুক ৷ তবে পার্টি যে দায়িত্ব দেয়, সেটা আমরা করি, এটাই আমাদের রীতি ৷" আরও বলেন "আগামী নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের কাজেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নতুন করে যে বুথগুলোতে বিজেপি হেরেছে সেগুলোতে চেষ্টা হচ্ছে জেতার জন্য ৷ সারা দেশ জুড়ে 5 জনকে নিয়ে একটি কমিটি হয়েছে ৷ তার মধ্যে আমি আছি ৷ আমাকে 8টা রাজ্যের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এই কাজ জুন মাস থেকে শুরু হবে (BJP leader Dilip Ghosh on his new venture) ৷"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
Dilip Ghosh