পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Dilip Ghosh ক্ষমতা হারাবার ভয় পেয়ে অত্যাচার করছে তৃণমূল, দাবি দিলীপের - Dilip Ghosh Comment About Narkeldanga Incident

By

Published : Aug 22, 2022, 11:55 AM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh Comment About Narkeldanga Incident) ৷ নারকেলডাঙার ঘটনা প্রসঙ্গে এদিন তিনি বলেন, "একজন গর্ভবতী মহিলার কার্যত গর্ভপাত করানো হয়েছে । শিশু নষ্ট হয়েছে । যত ক্ষমতা চলে যাওয়ার ভয়, তত অত্যাচার বাড়ছে । বিজেপি করার অপরাধে তাঁকে এই ঘটনার শিকার হতে হয়েছে । বড় বড় নেতারা হুমকি দিচ্ছে, ছাল ছাড়িয়ে নেব ।" উপনির্বাচনে (Municipality By Poll) অশান্তি প্রসঙ্গে জানান, তৃণমূল সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই এধরনের আচরণ করে । অনুব্রতর মেয়েকে নিয়ে নিজের মত ব্যক্ত করেন দিলীপ । তিনি বলেন, একটা নিরীহ ছেলের চাকরি খেয়ে বসে আছে । এগুলো তার বহিঃপ্রকাশ । পাশাপাশি কুণালের পুজোর গান প্রসঙ্গে তিনি জানান, শিয়াল যখন পাড়ায় ঢুকে যায়, বুঝতে হবে খারাপ সময় আসছে ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details