Dilip Ghosh: 'পঞ্চায়েতে ভোট লুটের চেষ্টা করলে হাসপাতালে পাঠান,' নিদান দিলীপের - if they tries to capture
রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ । ক্রমশই প্রকট হচ্ছে কেন্দ্র-রাজ্য সংঘাত ৷ শনিবার বাঁকুড়ার ওন্দা বিধানসভার অন্তর্গত নিকুঞ্জপুরে একটি পঞ্চায়েত কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে । এই কর্মিসভায় যোগদান করেছিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ।
এই সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "ভোট চলাকালীন বুথে যদি কোনও ফালতু লোক ভোট লুট করার চেষ্টা করে, তাদের সরাসরি হাসপাতালে পাঠিয়ে দিন ।" পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন দিলীপ ৷ তিনি জানান, কেন্দ্র সরকার 56 লক্ষ লোকের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা দিয়েছে ৷ গ্রামে গেলে একটা বাড়িও দেখা যায় না । সব টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে ৷ তাদের পাকা পাকা তিনতলা বাড়ি হয়েছে । এছাড়াও তৃণমূলের নবজোয়ার কর্মসূচি সম্পর্কেও তাঁর বক্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় গিয়ে ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য মানুষের মতামত সংগ্রহ করছেন ৷ এ আর কিছুই নয় পঞ্চায়েতে ভোট লুঠ করার প্র্যাকটিস মাত্র ।"