পশ্চিমবঙ্গ

west bengal

ধুমতি চা বাগান

By

Published : Mar 22, 2023, 5:20 PM IST

ETV Bharat / videos

Dhumti Tea Garden Resort: কার্শিয়াংয়ে ভষ্মীভূত টি-রিসর্ট, ক্ষতির পরিমাণ প্রায় 5 কোটি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত গেল ঐতিহ্যবাহী ধুমিত চা-বাগানের রির্সট ৷ বুধবার দুপুর দেড়টা নাগাদ হঠাৎই এই টি-রিসর্টে থেকে আগুন বেরতে দেখেন কর্মীরা (Dhumti tea garden resort gutted) ৷ তাঁরাই খবর দেন দমকলে ৷ প্রাথমিকভাবে দমকলের দু‘টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কার্শিয়াং শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহ্য়বাহী ধুমতি চা-বাগান। চা-বাগানের ওই রিসর্টটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় । রিসর্টটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে । দমকলের দু‘টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ রিসর্টের 3টি ঘরকে আগুনের করাল গ্রাস থেকে রক্ষা করতে পেরেছেন দমকলকর্মীরা ৷ শর্ট-সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে অনুমান প্রাথমিক তদন্তে ৷ অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান কার্শিয়াংয়ের মহকুমাশাসক । রিসর্টের ম্যানেজার জওহর চৌধুরি বলেন, "পুরনো রিসর্টটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে । তবে পাশে টি-রিসর্টের নতুন তিনটি ঘর আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে ৷ তবে 4 থেকে 5 কোটি টাকার সামগ্রী পুড়ে গিয়েছে । মালিককে বিষয়টি জানিয়েছি ।" 

ABOUT THE AUTHOR

...view details