TMC Women Wing in Dharna: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শিলিগুড়িতে 32 ঘণ্টা ধরনা মহিলা তৃণমূলের - মহিলা তৃণমূল কংগ্রেসের ধরনায় চন্দ্রিমা ভট্টাচার্য
কলকাতার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার শিলিগুড়িতে ধরনায় বসল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার মাল্লাগুড়িতে 32 ঘণ্টার ধরনায় বসেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিনের কর্মসূচিতে যোগ দেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রী শশী পাঁজার। মূলত, রাজ্যের সঙ্গে কেন্দ্রের বঞ্চনা, আবাস যোজনা ও 100 দিনের প্রকল্প-সহ একাধিক খাতে রাজ্যের নায্য পাওনার দাবি জানিয়ে এদিন শিলিগুড়িতে 32 ঘণ্টা ধরনায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস ।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "100 দিনের কাজ করার পরেও টাকা দিচ্ছে না কেন্দ্র । আবাসের টাকা দেয়নি । 55 লক্ষ বাড়ির টাকা পড়ে রয়েছে । রাস্তার টাকাও ছাড়েনি । রাজ্য সরকার নিজেদের টাকায় 12 হাজার গ্রামীণ নতুন রাস্তা করছে । বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে, বাংলাকে লাঞ্ছনা করার প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের পক্ষপাতিত্ব, একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা ধরনায় বসেছি ।" পাশাপাশি এদিন নাম না-করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন তিনি । মন্ত্রী বলেন, "যাকে অন্ধকার করে জিততে হয়, যার গাড়ির ধাক্কায় একজন মারা যায় তিনি যাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেন না তার কথায় কোনও উত্তর দিতে চাই না । মুখ্যমন্ত্রী যখন বলেছেন কোনও রকমের তদন্তেই আপত্তি নেই আমাদের ।"
TAGGED:
TMC Women Wing in Dharna