ছটপুজোর শেষ দিন সূর্যদেবকে 'অর্ঘ্য' নিবেদন ভক্তদের, দেখুন ভিডিয়ো
Published : Nov 20, 2023, 8:14 AM IST
Chhath Puja 2023: ছট মহাপর্ব সূর্য পুজোর সবচেয়ে বড় উৎসব ৷ 17 নভেম্বর থেকে শুরু গিয়েছে ছট পুজো ৷ সোমবার পুজোর চতুর্থ তথা শেষ দিন ৷ এই দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে পুজো সম্পন্ন করছেন ভক্তরা ৷ দেশের বিভিন্ন প্রান্তে ছট পুজোর ছবি ধরা পড়েছে ৷ মধ্যরাত থেকে বিভিন্ন ঘাটে ঘাটে ভক্তরা ভিড় জমান ৷ ধূপ-মোমবাতির আলোয় সাজানো হয় পুজো সামগ্রী ৷ তারপর ভোরের আলো ফুটতেই শুরু হয় পুজো ৷
প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন ঊষা অর্ঘ্য়ের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই উৎসব ৷ এই উপবাসে একটানা 36 ঘণ্টা উপবাস থাকার নিয়ম ৷ দিল্লি, বারাণসী, ভুবনেশ্বর, রাঁচি, পাটনাতে ছট পুজোয় ভক্তদের ভক্তির ছবি নজরে এসেছে ৷ এমনকী, কাঠমাণ্ডুতেও ছট পুজো পালিত হয়েছে ৷ বিভিন্ন ঘাটে জোরদার রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ পুরুষ-মহিলা নির্বিশেষে ছটপুজোয় অংশগ্রহণ করেন ৷ প্রতিটি ঘাট সেজে ওঠে আলোক মালায় ৷ ভক্তরা ফল-ফুল দিয়ে পুজোর থালি সাজিয়ে পুজো করেন সূর্যদেবের ৷