New Year 2023: ইংরাজি নববর্ষে খাতা পুজো, তারাপীঠে ভক্তদের লাইন - তারাপীঠে তারা মায়ের মন্দির
ইংরেজি নববর্ষে তারাপীঠে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়(Devotees in huge number gathered at Tarapith) ৷ রবিবার ভোর পাঁচটায় মঙ্গল আরতির পর পুজো দেওয়া শুরু হয়(New Year 2023)৷ এদিন খাতা পুজো দিয়ে ব্যবসা শুরু করছেন অনেকেই । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভিড়ও ৷ তারাপীঠ মন্দির কমিটি ও পুলিশের উদ্যোগে ভিড় নিয়ন্ত্রণের জন্য এদিন বাড়তি নিরাপত্তা ও পুলিশ কর্মী মোতায়েনের পাশাপাশি বাঁশের অস্থায়ী ব্যারিকেডও তৈরি করা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST