WPL 2023 Final: মুখোমুখি দিল্লি-মুম্বই, আরব সাগরের পাড়ে মেয়েদের প্রিমিয়র লিগের খেতাবি লড়াই আজ - Meg Lanning
আইপিএলের বোধন হতে বাকি আর মাত্র পাঁচদিন ৷ তবে উত্তেজনার সলতেয় আগুন দেওয়ার কাজটা ইতিমধ্যেই সেরে ফেলেছে ডব্লিউপিএল-এর পয়লা সংস্করণ ৷ যার দশমী আজ ৷ আরব সাগরের পাড়ে রবিবার উইমেন্স প্রিমিয়র লিগ তাদের প্রথম চ্যাম্পিয়নকে বরণ করে নেওয়ার অপেক্ষায় ৷ ব্রেবোর্ন স্টেডিয়ামে মেগা ফাইনালে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Delhi Capitals to play against Mumbai Indians in WPL final today) ৷
দলনায়িকা হিসেবে ফের সম্মুখসমরে মেগ ল্যানিং (Meg Lanning) বনাম হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) ৷ তবে পরিসর বদলে এবার লড়াইয়ের ময়দান ফ্র্যাঞ্চাইজি লিগ ৷ আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের মান রাখতে মরিয়া তাঁদের প্রমীলা ব্রিগেড ৷ অন্যদিকে ছেলেদের সাফল্য অধরা রইলেও দিল্লি ক্যাপিটালস মরিয়া ডব্লিউপিএল আত্মপ্রকাশেই বাজিমাত করতে ৷ দু'দলের অধিনায়িকা ছাড়াও ফাইনালে নজর থাকবে আরও অনেকের দিকে ৷ তালিকায় রয়েছেন জেমিমা রডরিগেজ, শেফালি বর্মা, ন্যাট শিভার ব্রান্ট, পূজা বস্ত্রকররা ৷ যে কোনও সময় এঁরা বদলে দিতে পারেন ম্যাচের রং ৷ এখন দেখার আত্মপ্রকাশে মেয়েদের প্রিমিয়র লিগের সেরার শিরোপা কার মাথায় ওঠে ?