Vande Bharat Express: উদ্বোধনের অপেক্ষায় বন্দে ভারত এক্সপ্রেস, সাজো সাজো রব হাওড়ায় - Decoration of Howrah Junction railway station
আজই উদ্বোধন হতে চলেছে বঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ৷ সাজো সাজো রব গোটা হাওড়া স্টেশন জুড়ে ৷ লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে স্টেশন চত্বর ৷ সাজিয়ে তোলা হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে ৷ এসেছেন বহু বিজেপি নেতা-মন্ত্রী থেকে শুরু করে সমর্থকরা ৷ তবে এত খুশির মধ্যেও কার্যত শোকে মুহ্যমান অনেকেই ৷ কারণ আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মা হীরাবেনের মৃত্যুর খবরে কলকাতা সফর বাতিল করে আমেদাবাদে গিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তবে গুজরাত থেকেই প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করবেন বলে খবর ৷ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করতে পারেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST