পশ্চিমবঙ্গ

west bengal

Dev Deepavali in UP

ETV Bharat / videos

দেব দীপাবলিতে আলোময় বারাণসী, দেখুন 'দেবতার আলোর উৎসবে'র ভিডিয়ো...

By ANI

Published : Nov 27, 2023, 11:03 PM IST

Updated : Nov 28, 2023, 4:43 PM IST

Dev Deepavali in UP: 'দেবতাদের দীপাবলি' বা 'দেবতার আলোর উৎসব' ৷ ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ দীপাবলির 15 দিন পর গঙ্গা নদীর তীরে দেব দীপাবলি উৎসব পালন হয় ৷ সাধারণত উত্তরপ্রদেশের বেনারস ও কাশীতে ধুমধাম করে পালিত হয় ৷ দেব দীপাবলির দিনে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন পুরো বারাণসী আলোতে সাজানো হয়েছে। জমকালো এই অনুষ্ঠানে 70টিরও বেশি দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা গুরু নানক জয়ন্তী তথা গুরু পূর্ণিমা উদযাপনে অংশ নিতে ঐতিহাসিক শহর বারাণসীতে জড়ো হয়েছেন। দেখে নিন দেব দীপাবলির ভিডিয়ো...

পৌরাণিক মতে, এদিন গঙ্গায় স্নান করতে মর্ত্যে নামেন সব দেব-দেবীরা। এদিন কাশীর ঘাটেই শক্তিশালী ও ভয়ঙ্কর ত্রিপুরাসুরকে বধ করেছিলেন মহাদেব। সেই আনন্দে সব দেবদেবীরা কাশীতে দীপাবলি উদযাপন করেন। গঙ্গা নদীর তীরে সমস্ত ঘাটের সিঁড়িতে দক্ষিণ প্রান্তের রবিদাস ঘাট থেকে রাজঘাট পর্যন্ত লক্ষাধিক প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে, কার্তিক পূর্ণিমা তিথি শুরু হয়েছে 26 নভেম্বর রবিবার বিকেল 3টে 53 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হয়েছে 27 নভেম্বর সোমবার দুপুর 2টো 45 মিনিটে। অন্যদিকে, দেব দীপাবলিতে প্রদীপ জ্বালানোর শুভ সময় হিসাবে ধরা হয় বিকেল 5টা 8মিনিট থেকে 7টা 47মিনিট পর্যন্ত। তারই দৃশ্য় বারাণসীর ঘাটে দেখা দিয়েছে ৷ 

Last Updated : Nov 28, 2023, 4:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details