Dashami Sindur khela: সিঁদুর খেলায় দেবীকে বিদায়, মালদার শরৎপল্লি সর্বজনীনে নাচে-গানে দশমী পালন - শরৎপল্লি সর্বজনীন
Published : Oct 24, 2023, 12:47 PM IST
আজ দশমী ৷ ভারাক্রকান্ত মনে ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো সকাল থেকে মনভার আপামর বাঙালির ৷ রীতি তো মানতেই হয়, তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে মালদার মহিলা পরিচালিত শরৎপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৷
নিয়মানুয়ায়ী উমা বিদায়ের আগে সিঁদুর খেলায় মাতলেন শরৎপল্লি সর্বজনীন দুর্গোৎসবের মহিলারা ৷ পুজো কমিটির সম্পাদক তথা স্থানীয় কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু বলেন, "ইটিভি ভারতের মাধ্যমে সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি ৷ গত তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে পুজোর আয়োজন করা হয়েছিল ৷ আজ মাকে বিদায় জানানোর পালা ৷ স্বাভাবিকভাবেই মন ভারাক্রান্ত ৷ তা সত্ত্বেও আমরা সিঁদুর খেলার মধ্য দিয়ে আনন্দ করছি ৷ মাকে বিদায় জানাচ্ছি ৷ সেই সঙ্গে আগামী বছর আরও ভালো করে যাতে পুজো করতে পারি সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে ৷ প্রার্থণা মা যেন তাঁর সকল সন্তানকে ভালো রাখেন ৷" চার দিনের আনন্দের স্মৃতিকে সঙ্গে নিয়েই আবার একটা বছরের জন্য অপেক্ষা করা ৷