পশ্চিমবঙ্গ

west bengal

পুরীর রথাযাত্রা

ETV Bharat / videos

Ratha Yatra 2023: জগন্নাথদেব ও সুভদ্রার রথ পৌঁছল গুন্ডিচা মন্দিরে - Darpadalana and Nandighosha chariots

By

Published : Jun 21, 2023, 4:48 PM IST

ওড়িশার পুরীতে চলছে রথাযাত্রা ৷ সাতদিন ধরে সেখানে মহা ধুমধাম করে রথযাত্রা পালিত হয় ৷ বুধবার ছিল রথের দ্বিতীয় দিন ৷ এদিন দেবী সুভদ্রার দর্পদলন এবং জগন্নাথদেবের নন্দীঘোষ রথ পৌঁছেছে পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে সারদা বালিতে । বুধবার সকাল সাড়ে ন'টা নাগাদ পুরীতে দর্পদলন ও নন্দীঘোষের রথ টানা আবার শুরু হয়েছিল । তবে মঙ্গলবার সন্ধেয় বলরামের রথ তালধ্বজা গুন্ডিচা মন্দিরের সামনে সারজা বালিতে পৌঁছে গিয়েছিল । কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় ওইদিন পৌঁছতে পারেনি জগন্নাথদেব ও সুভদ্রার রথ ৷ যার কারণে জগন্নাথদেবের নন্দীঘোষ রথটি মৌসিমা মন্দিরের (গুন্ডিচা মন্দির) কাছে বালাগান্ডি চকে এবং দেবী সুভদ্রার দর্পদলন রথটি বাদশাঁখায় থেমে যায় ৷ এরপর বুধবার ফের সেই রথ টানা শুরু হয় ৷ মাসির বাড়িতে থাকবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৷ এক সপ্তাহ পর তারা সেখান থেকে উলটো রথে আবার ফিরবেন ৷ এদিনও দূরদূরান্ত থেকে ভক্তরা ভিড় করেছিলেন পুরীতে ৷ রথের দড়ি টানতে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দূর থেকে পুণ্যার্থীদের মুখে কেবল শোনা যায় 'জয় জগন্নাথ' ধ্বনি ৷ 

ABOUT THE AUTHOR

...view details