Durga Puja 2023: ডানকুনিতে গুজরাতের স্বামী নারায়ণ মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ
Published : Oct 20, 2023, 5:02 PM IST
গুজরাতের স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি হয়েছে ডানকুনির এক দুর্গাপুজোর মন্ডপ । ডানকুনির স্পোর্টিং ক্লাব এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে ৷ কাপড়, প্লাই, ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই মন্ডপ। পঞ্চমী থেকে দর্শনার্থী ভিড় পুজো মণ্ডপে ৷ নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও ক্লাব সদস্যরা। পুজোর সহকারী সম্পাদক শুভম মুখোপাধ্যায় জানান, দুর্গা পুজোর 50 বছর উপলক্ষে তিন-চার বছর আগে থেকেই চিন্তা ভাবনা ছিল ৷ মেদিনীপুরের কাঁথির এক ডেকরেটরকে দিয়ে স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। মণ্ডপের সামনেই কৃতিম জলাশয় তৈরি করে নটরাজের মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরে যেভাবে স্বামী নারায়ণ-এর মূর্তি থাকে, এখানেও তার ব্যতিক্রম হয়নি ৷ মন্দিরের পাশে রয়েছে ছ'টি শিব মন্দির। মূল মণ্ডপের ভিতরে দুর্গা, লক্ষী, গণেশ,সরস্বতী, কার্তিকের সঙ্গে রাজস্থানের উট ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে মূর্তিতে। কৃষ্ণনগরের বিখ্যাত শিল্পী রাজীব পালের হাতে তৈরি মা দুর্গার মূর্তি। পুজোর এবারের বাজেট 80 লক্ষ টাকা। স্থানীয় প্রশাসন যথাযথভাবে সাহায্য করেছে। যাঁরাই এই পুজো মণ্ডপ দেখতে এসেছেন, তাঁরাই মুগ্ধ হয়েছেন ৷