Rail Blockade Effects: কুড়মিদের রেল অবরোধের ব্যাপক সাড়া বাঁকুড়ায়, দুর্ভোগে নিত্যযাত্রীরা - কুড়মি সমাজ
কুড়মি সমাজের রেল অবরোধের ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ায় । বুধবার সকাল থেকে খড়গপুর-আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল হয়েছে । এদিন পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় । অন্যদিকে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে । দূরপাল্লার একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে । এর জেরে সকাল থেকেই বাঁকুড়া স্টেশনে শুরু হয়েছে যাত্রী দুর্ভোগ । একাধিক ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না-পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন । সব থেকে বেশি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা । এদিন নিত্যযাত্রী পেশায় শিক্ষক শ্রীকান্ত পাত্র জানান, এই ধরণের অবরোধে তাদের মত নিত্যযাত্রীরা সব থেকে বেশি সমস্যায় পড়েন । নিত্যযাত্রীদের স্বার্থে সরকারিভাবে এবিষয়ে পদক্ষেপ গ্রহণ ও সমস্যা সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা জরুরি বলে তিনি জানান । প্রায় একই কথা মালবাহক পার্থ বন্দ্যোপাধ্যায়ের মুখে, যাত্রী সাধারণের ভোগান্তি বাড়ছে । রেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি ৷