Cyclone Biparjoy: আজ বিকেলেই অতি শক্তিশালী 'বিপর্যয়'এর ল্যান্ডফল, কোথায়? - cyclone biparjoy will hit coastal Area of gujarat
ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'বিপর্যয়' ৷ গুজরাতের মান্ডবি থেকে পাকিস্তানের বন্দর শহর করাচির মধ্যে ল্যান্ডফল হবে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের ৷ বৃহস্পতিবার বিকেলে শুরু হবে ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল প্রক্রিয়া ৷ মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী, গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং তৎসংলগ্ন পাকিস্তান উপকূল অতিক্রম করে মান্ডবি ও করাচি তথা জাখাউ বন্দরের কাছে আছড়ে পড়ে চারঘণ্টা ধরে 'বিপর্যয়' তাণ্ডব চালাবে ৷ স্থলভাবে ঢোকার সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় 150 কিলোমিটার। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' যত স্থলভাগের দিকে এগোবে, ততই হাওয়ার গতি কমবে। সেক্ষেত্রে ঝড়ের গতি কমে ঘণ্টায় 120 কিমি দাঁড়াবে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম ভবন ৷
গুজরাতের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে কচ্ছ, দ্বারকা, মোরবি, রাজকোট ও পোরবন্দরে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' আছড়ে পড়ার আগেই চারদিন ধরে উত্তাল হয়েছে সমুদ্র। গুজরাত ও মহারাষ্ট্র উপকূলে শুরু হয়েছে জলোচ্ছ্বাস। সৈকতে পর্যটকদের নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' যে এলাকাগুলিতে তাণ্ডব চালাতে পারে, সেখানের বাসিন্দাদের ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে গুজরাত প্রশাসন। এখনও পর্যন্ত 74 হাজার বাসিন্দাকে সরানো হয়েছে বলে জানা গিয়েছে।